জ্যোৎস্নামাখা চাঁদের আলোয়
                দেখেছিলাম আমি তোমায়
সেদিনই আমি বুঝেছিলাম
     মানুষ কেন মানুষের তরে পাগল হয়।
অমন পাগল করা দু’টি চোখের মায়ায়
বল কে না পাগল হয়?
সরলতার প্রতিমা যদি বলি তোমায়
জানি সে আমার বাড়িয়ে বলা নয়।