চেনা পথের চেনা পথিক, সে পথেই আজ হতে চায় অচেনা।
নতুন গন্তব্যে ছুটে যেতে চায় মন, ভুলে তার চিরচেনা ঠিকানা ।
হয়তোবা পুরনো পথে দীর্ঘশ্বাস, চাপা কোনো কষ্টে ভারী নিঃশ্বাস।
পাওয়ার আশা, ভুল প্রতিশ্রুতিতে কি ভেঙ্গেছে এতো দিনের যত বিশ্বাস।
ভুল প্রতিশ্রুতি, নাকি অন্য কিছু অথবা ধীরে ধীরে অবহেলা?
অবহেলায় মরে যায় ভালবাসা, বুকে বাড়ে টানাপড়েনের জ্বালা।
নতুন পথে খুব যে সুখ সে রকম কিন্তু নয়,
নতুন মানুষ, নতুন চারিপাশ, সর্বত্র নতুন বিরাজমান।  
হয়তোবা দুঃখ ভীষণ, বিরাট অভিমান, পুরাতন হলেও তো আপনজন।  
নতুন! সেও একদিন হবে পুরনো যেমন করে আজকে এখন,
                কি লাভ বলো মিথ্যে মায়ায়?
                 আজ এবং কাল এর খেয়ায়।
ভাল থাকাটাই ভালবাসা জীবন যেখানে যেমন।