আমার বিষন্ন বেলা জুড়ে শুধু তোমাকেই খুঁজি
বুকের গোরস্থানে প্রেমের কবর হয় রোজ-ই।
তবুও আশায় প্রহর গুনি ফেরার অপেক্ষায়
রাত শেষে দিন ফুরায়, অপেক্ষার প্রহর
কেবলই দীর্ঘ হয় ।
শরতের শেষে হেমন্ত পেরিয়ে শীতও যায় যায়
বাড়ে অপেক্ষা, কমে আত্মবিশ্বাস দীর্ঘ প্রতিক্ষায়।
পেঁচার ডাক নিশ্চয়ই ভালো লাগে না,
এখন অভ্যাসে পরিনত অনেকটাই।
যে শহর ছিল লোকারণ্য, সে শহরে নাগরিক আমি একাই।
লাগাতার হরতাল, দেউলিয়া আমি তোমার দাবি দাওয়াতে
আর খুঁজবো না চাঁদ আমি ঘোর আমাবস্যা কোনো রাতে।