দ্বিখণ্ডিত চাঁদে রাখি নগ্ন হাত, মাপি পুরুত্ব উষ্ণতায়।
প্রবাহিত নয় এমন নদী! টানে প্রচণ্ডতায়, অস্তিত্ব যার গভীরতায়।
চাঁদ সম্মোহিত করে পৌরুষ, আর
অমৃত হয় নদী মন্থনে।