রেলগাড়িতে প্রথম দেখা, রেলেই ছাড়াছাড়ি।
হয়নি জানা নাম, ঠিকানা কোথায় তার বাড়ি?
কি যাদু করলো সে, একা একা থাকতে নাহি পারি।


চাঁদের মতন মুখটি যে তার, মেঘের মতন চুল
হঠাৎ দেখা সেই মেয়েটি মন যে করলো ব্যাকুল।
তার বিরহে প্রেমানলে আমি যে হায় পুড়ি।


ভীরু ভীরু অধর কাঁপে হয়নি কিছুই বলা
সেই না বলাতে হৃদয় মাঝে প্রেম বিরহের জ্বালা।
তার জন্যে মন উচাটন এখন কি যে করি।



--উৎরাইল, শিবচর, মাদারীপুর
৩০/০৩/২০০৫ইং