একটু একটু করে অনেক যত্নে হৃদয়ের গভীরে জমিয়ে ছিলাম যে কষ্ট,
তোমার অবহেলা আর অযত্নে ধীরে ধীরে তা আমার চোখে মুখে স্পষ্ট।
যত্ন করে খুব যতনে অযত্ন করা তোমার কাছেই শেখা,
পাশাপাশি থেকে রেল লাইন সমান্তরাল, আমি বরাবরই একা।
অন্ধের মতন বিশ্বাস আমার, তোমাতেই খুঁজেছি আলো।
মমের মত জ্বলছি আমি, তুমি আলোকিত, আমার আঙ্গিনায় কালো।
থাক বেঁচে থাক ভালবাসা আর ভালবাসা, সুখ তোমার বুকে,
আদি আর অন্তে রইলাম পড়ে সাদাকালো আমার আমি, স্বপ্ন নেই চোখে।
অভিযোগ নাই কোন, না দিবো তোমায় কোন অভিশাপ
ভালবাসা পবিত্র আজীবন থাক আমারই, তোমাতে মিশে যা হয়েছিল পাপ।