যার চলে যাওয়ার সে চলে গেছে
আমার সম্পূর্ণটা নিয়ে,
আমি ভাঙ্গা-চূড়া পরিত্যক্ত দালানের মতন
অনাদরে অবহেলায় নিশ্চিহ্নের অপেক্ষায়।
অথচ এমন হওয়ার কথাই ছিল না।
সব কিছুই আগে মত আছে, এই যা একটু সময় পেরিয়েছে
আর দেখো! আমি থমকে আছি, তুমি
সীমানা ছাড়িয়ে কোথায়?
যদি মন বেঁধেই না রাখা যায় এক ঠিকানায়,
তবে কেন হৃদয় নিয়ে মিছে এতো আয়োজন?
তুমি যা খেলা ভেবে করেছ, বিশ্বাস করো
আমার কাছে তা আমানত ও ইবাদতের মতন।
আমি পরাজিত, তুমি সত্যি কি বিজয়ী??
হৃদয় ভাঙ্গার খেলায়, কাউকে হারিয়ে
আসলেই কেউই জয়ী হয় না, সে তুমি যা-ই ভাবো!
কথা ছিল একসাথে জোছনায় ভিজবো
অথবা শিশিরের ঘুম ভাঙ্গাবো আলতো ছোঁয়ায়।
অথচ আমার আকাশে চিরস্থায়ী আমাবস্যা
তুমি চাঁদ! তোমার দেখা কোন সাধ্যে পাই।
চাঁদ তুমি দুরেই থাকো,
আমি না হয় একা আঁধারেই হারাই।
পরিত্যক্ত এই হৃদয়ের হোক অবসান
অরণ্যে পরিপূর্ণ হোক ভালবাসা।