যদি ভুল ভাঙ্গে, মায়া লাগে অন্তরে
যদি কেদে উঠে মন, নাড়া দেয় বুকটার ভিতরে।
যদি চাঁদনী রাতে আবার হারাতে চায় মন তোমার সাথে
যদি আবার নিজেরই অজানে- হাতের ছোয়া লাগে তোমার হাতে
যদি কুয়াশা ভেজা কোন শীতের ভোরে ,
শিশিরের অধর ছুয়ে মিশাতে চাই অধর তোমার অধরে।
যদি কালো মেঘগুলো ছুটি নিয়ে বসে তোমার চুলে
যদি তোমার চোখের কোন ভরে উঠে বেদনার নোনা জলে।
যদি শেষ বিকেলের সোনালী আলো পড়ে তোমার গালে
যদি পথিক হারায় পথ, তোমায় দেখার ভুলে।
যদি হীম শীতল শীতের কোন ভোরে
যদি চাদরে জড়িয়ে চাই তোমায়, আমার বুকের পরে।
চান্নি পশর জোছনা ঝড়া কোন রাতে
যদি জোছনা স্নান করতে চাই, হাত রেখে তোমার হাতে।
যদি আগামীর স্বপ্ন দেখতে চাই আমি তোমার চোখে
যদি পৃথিবীর মিষ্টি যত কথা, আমি শুনতে চাই তোমার মুখে
যদি কোকিল আবার শোনাতে চায় গান, কোন নতুন সুরে
যদি আবার বাশ বাগানের মাথার উপর চাঁদ উঠে ঐ দুরে।
তবে কি আবার তোমায় পাবো ফিরে?
তোমায় এবং তোমায়
যেমন করে সব পাখি গোধূলীর বেলায় ফিরে আপন নীড়ে।