তোমার হেটে যাওয়া পথে রোজ দাঁড়াই
বারবার দাঁড়াই, বারংবার দাঁড়াই।
তোমাকে খুব নির্লজ্জের মত দেখার জন্য নয়।
মাখি তোমার চুলের শুভ্রতা।
কামিনী'র গন্ধে মাতাল করে
যেন সুরা খানায় সুরা পানে হই উন্মাদ।
অতঃপর আমার দৃষ্টি জুড়ে তোমার বিচরণ
তোমার দৃষ্টির সীমানায় একবারও কি
আমার অস্তিত্ব দিয়েছিল জানান?
জানা নেই আমার, আমি কেবলই পাই
কামিনী'র সুবাস, আমার অস্তিত্ব জুড়ে।
অহর্নিশ ভাবনায় করি তোমার আরাধনা।
তোমাকে দেখার অপরাধে, আর যাই ভাবো
আমি কোনো বখাটে নই, প্রেমিক মাত্র
প্রেমিক! যা-ই হোক না কেন? বখাটে না।
ভাল না বাসো, প্লিজ
রাস্তা বদল করো না, কামিনী'র
গন্ধ থেকে আমায় বঞ্চিত করো না।
ভালবাসতে বলি না, তবে হ্যাঁ
এ পথে না আসতে চাইলে, কথা শেষ
আর যদি ভালো লাগে, তবে আমি
সে-ই দিনের অপেক্ষায়, ভালবাসা
        ওখানেই।
আর দাঁড়াবো না তোমার পথে,
এরপর,
হাঁটবো এই পথে একসাথে, হাতে হাত
দৃষ্টি জুড়ে দু'জনার, গোধূলির আভা..........