এসো আবারও শিশিরের ঘুম ভাঙ্গাই এক সাথে
অথবা জোছনায় ভিজি অবসরে হাত রেখে ঐ হাতে।
যেমন করে ভিজে ছিলাম তুমি আর আমি হাজার বছর আগে,
হোক আবার ভালবাসা সুখে দুঃখে কিংবা শত রাগ অনুরাগে।
হিজল ফুলের মালা গেঁথে পরিয়ে দেবো তোমার চুলে,
না হয় আরেকবার ছুঁয়ে যাও পোড়া হৃদয়, সব ভুলে।
শালুক তোলা ভরদুপুরে ডিঙি নৌকায় বুকের পরে,
পড়লে না হয় মুখ লুকিয়ে, সত্যি বলছি তোমার তরে
কেমন করে আমার এই পরাণ পুড়ে।