যাপিত প্রতিটি নির্ঘুম রাতের নীরব স্বাক্ষী প্রবাহিত আমার অশ্রুধারা,
কিভাবে বেঁচে আছি অথবা আমার এই বেঁচে থাকা,
কার্বনডাই-অক্সাইড বেষ্টিত অক্সিজেন ছাড়া।
ক্রমন্বয়ে আমি ধাবিত আমাবস্যার চাঁদের ন্যায়
আলো উপেক্ষিত, আঁধারে আছন্ন আমি প্রায়।
প্রবাহিত অশ্রুধারায় আমার প্রায়শ্চিত্ত, আর তার জন্য ক্ষমা।
থাক ভালবাসা সমুন্নত, হোক সে সুখী, কষ্টেরা আমার বুকে জমা।
যে চোখ ছিল স্বপ্ন বিভর, তা এখন ছানিপড়া চোখ যেমন।
ঝাপসা সবই নিকষ কালো, ঐ দুরে হারিয়ে যাওয়া জাহাজ যেন।
মহামারি থেকে বেঁচে যাওয়া জীর্ণ-শীর্ণ সর্বশেষ যাত্রী আমি, সেই জাহাজে।
হারিয়ে গেছি আমি কবেই মিথ্যে প্রেম ছলনায়,
কে খুঁজে আর কাকে পরিত্যক্ত ভাগাড়ে?