ব্যথার বারুদেই যদি করবে আমায় শেষ।
তবে কেন ডাকলে হৃদয়ে সমাবেশ?
আমার ফাকা বিরান ভূমি ছিল পরিপাটি,
এখন কষ্টেরা ছড়িয়ে ছিটিয়ে, সবুজ মন তামাটে মাটি।
আহত মন, শুধু খুজে উত্তর কেন এমন হয়?
না পাওয়ার ব্যথারা শুধু পড়ে রয়।
আমিতো চাইনি হোক আয়োজন, আসুক বসন্ত হৃদয় নগরে।
তুমিই স্বপ্ন দেখিয়ে, কাছে এসে, ছেড়েছ হাত অথৈ সাগরে।
সুখের জাহাজে তুমি তুলেছ মাস্তুল,
মরিচিকার পিছে হাটা আমার প্রথম এবং শেষ ভুল।
আজ আমার হৃদয় হিরোশিমা, নাগাসাকি।
কষ্ট বুকে আমি হয়েছি অমর, মনে রেখেছে কেউ তোমায় কি?