একদিন হঠাৎ করে তোমার পাড়াতে হয়ে যাবো নিখোঁজ
ফিরবো না আর সেই পথে,
আঙুলে আঙুল রেখে হেটে যেতাম যে পথে রোজ।
হয়তোবা দাঁড়িয়ে থাকা লাম্প পোস্ট নুইয়ে পড়বে একদিন,
থাকবে না আর এই কৃষ্ণচূড়া যে থাকতো ফুলে ফুলে রঙ্গিন।            
তোমার চোখ তখন হয়তোবা বন্দি মোটা ফ্রেমে
আবছা হবে ডায়েরির পাতা স্মৃতির ধূলো জমে।
জানবে না তুমি কোথায় আমি, কি আমার নতুন ঠিকানা,
কেন আর যায় না দেখা আমার ছায়া, সে কারণও তোমার অজানা।
হয়তোবা খুঁজবে, লুকিয়ে কাঁদবে নিজেরই অজান্তে,
তোমার কাছেই আসতে আমি নিখোঁজ, পারবেনা শুধু জানতে।
আমি এ পারের ঠিকানায় অপলক দেখি তোমায় রোজ।
হলুদ পাঞ্জাবি লাল করে তোমার বাড়ির সামনের রাস্তা থেকে হয়েছিলাম নিখোঁজ।