কত নিশী ভোর হয়েছে আমার, তোমার প্রতিক্ষায়
জোছনার জলে একা একা স্নান, হয়নি যার এখনো অবসান।
বাড়ে অপেক্ষা, চলে যায় সময়, তুমি ফিরনি আজও ঠিকানায়
আমাবস্যা দীর্ঘস্থায়ী, নির্বাসিত জোছনারা,বসন্তে কোকিল গায় বিরহের গান।
তোমার ঠিকানা অজানা নয়, ও পাড়ায় নিষিদ্ধ আমার প্রবেশ অধিকার
ফিরিয়ে দিয়েছ আমায় তুমি, সমর্পণ করেছি নিজেকে যতবার।    
মরুভূমির অস্তিত্ব বিলীন তবুও আমি যাযাবর বেদুইন মন সাহারায়
তুমি হারিয়েছ দুর বহুদূরে সীমানা ছাড়িয়ে, যদিও দুচোখ ছিল পাহারায়।
হারাতে চাইলে কেউ, তাঁকে কি বাঁধা যায় কভু শত বাঁধায়
যে পাখি উড়ে যাবে মানবে কি পোষ সে হাজার ভালবাসায়?


আমার এখনো পথ চাওয়া জোছনায় প্রত্যাশায়
হোক সে দীর্ঘ রজনী, রাত শেষে ফিরে দিন সোনালী ঊষায়।