যে চোখে তাকালে ভাষা হারিয়ে যায়,
যে চোখে চোখ পড়লে ভালবাসা ভালবাসার কথা কয়,
যে চোখে তাকিয়ে সাগরের গভীরতা বুঝা যায়,
আকাশ কত বিশাল, সে চোখে তাকিয়ে অনায়াসেই বলে দেয়া যায়।


তোমার ঐ চোখ যে ডাকে ভালবাসায়
    আকাশের সব নিলীমা লুকায় তোমার চোখের তারায়।


অস্ত্র ছাড়াও যে মানুষ মারা যায়, তা বুঝে ছিলাম সে দিন,
আমাতে নেই আমি, আমার অস্তিত্ব তোমাতে হয়েছিল বিলীন।


আমার অনেক চেষ্টা, প্রচেষ্টা বুঝতে তোমার চোখের মায়ার,
বারবার হাজার বার বৃথাই চেষ্টা প্রচেষ্টা আমার।


জনম জনম চেষ্টা থাক আমার, জানতে তোমার চোখের কি মায়া?
তাকালে ও চোখেতে শীতল হয় হৃদয়, পরশ পাথরের ছোয়া।



---------------------------------------------


০৬/০৬/২০১৮ ইং
কোনাবাড়ি, গাজীপুর