পাহাড় আর আমার বড্ড বেশি মিল
সবাই দেখে ঝর্ণা
কেউ বুঝে না, কেউ খুঁজে না
ঐটা পাহাড়ের কান্না, যার কান্নায় নদী হয়।
আমার হাসি, আমার ব্যস্ততা, আমার সকল আয়োজন
মিথ্যে সবই,
চিবুকে অশ্রুধারা, হৃদয়ে রক্তক্ষরণ কেউ দেখে না।
সবাই ঝরাপাতার দুঃখ খুঁজে, খুঁজে না কেউ শাঁখার কি বেদনা
তারও যে বুকে আগুন, পাতাকে বুকে ধরে রাখতে পারে না।