যে তোমার বসবাস এই আমার হৃদয় গহীনে
আজ এতটা বছর, কি করে আর তোমার পড়ে না মনে?
দুরেই যদি যাবার ছিলে, মিথ্যে কেন তবে এ কাছে আসা,
অশ্রু জলে নদী আমার, এরই নাম কি সত্যিই ভালবাসা?    
ভালবাসা সেতো দু'জনার শপথ, হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া,
জানি তুমি সুখে আছো, শুধু একা আমার অতল গহ্বরে হারিয়ে যাওয়া।
চলে যাওয়া সময় আর ফিরে না, তুমি তাই
রিক্ত করে আমাকে, শূন্যতা দিয়ে গেছো পুরোটাই।
শূন্যতা বিদ্যমান আমার অস্তিত্বে, কেবলই আমি একা
মস্ত আকাশ ঠায় দাঁড়িয়ে অনাদিকাল, কি আছে ওপারে
যায় কি কভু দেখা?      
পূর্ণ্যতার আশায় শূন্য হৃদয় শূন্য রয়, দিনে দিনে বাড়ে কেবল ক্ষত
আমার আনন্দ, হাসি, সুখ সমস্ত কিছুই নির্বাসিত,
ব্যথারা স্থায়ী আর আমার অভিমান যত।  
ব্যথারা জমে জমে জানি হবে না হিমালয়, তবে তার চেয়ে কম কিছু নয়
কান্নায় নদী হয়েছে সত্যি, চলছে নিরন্তর আজও মিলেনি সুখ মোহনায়।
থাক সকলই আমার হয়ে যত আছে শোক, ব্যথা সবই
যে তুমি চাওনি আমায়, না-ই থাকি তোমার অপেক্ষায়।
            শুধু পড়ে থাক আমার দীর্ঘশ্বাস........।