আজ এখানে আর ভালবাসার বসবাস নেই
ভালবাসা নির্বাসিত, আমার একলা আকাশ।
রোদ নেই, সারাবেলা মেঘমল্লার বিচরণ।
কালের স্বাক্ষী যেন মৃত্যু নগরী,
অনুভূতিহীন দেহ অবশেষ।
মনের দেয়ালময় স্যাঁতসেঁতে বেদনায় অনন্ত কাল।
বহুকাল নেই কারো আনাগোনা,
কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আরোপ।
প্রেম সমরে পরাজিত মন,
এক হাজার কোটি বছর দণ্ডাদেশ
হৃদয় হত্যা যার অপরাধ।
এরচেয়ে মৃত্যুদন্ড শ্রেয়, একবারেই সমাপ্ত
আমি পরাজিত হলেও,
ইতিহাসে জড়িয়ে তোমার নাম
ঐ সমরে যে জয়ী তুমি,
পরাজয় এবং দণ্ড দুই-ই আমার।
যে হৃদয় হত্যার অপরাধে অভিযুক্ত আমি,
সে হৃদয়ও আমার, এসলাসে নির্দোষ তুমি।
বেঁচে থাক ভালবাসা তোমাদের পৃথিবীতে
ব্যথারা ছুঁয়ে যাক আমার পরিত্যক্ত এই নগরে
আজ এবং অনাগত প্রহর জুড়ে।