জীবন-মৃত্যুর মাঝে দাড়িয়ে কেউ-ই মিথ্যে বলে না
আমার ভালবাসাও মিথ্যে ছিল না।
কিন্তু তুমি, আমার সাথে করলে ছলনা
ঊষ্ণ ছোয়া নয়, দিলে বেদনা।
চন্দ্র-সূর্য্য মত ধ্রুব সত্য আমার ভালবাসা,
আর আমায় নিয়ে তুমি মিটিয়েছ তোমার প্রেম প্রেম খেলা পিপাসা।
বাহ্‌! চমৎকার তোমার অভিনয়
ছলনার কাছে হলো এক হৃদয়ের পরাজয়।
ক’জনে-ই বা পারে তা
তোমার কারণে জীবন জুড়ে বিষন্নতা।
“অপরাজেয় বাংলা” এর ন্যায় তুমি অটুট
আর আমি ভেঙ্গে টুকরো প্রায়।
একটু একটু করে তুলেছ তুমি আমায় ধ্বংসের চূঁড়ায়।
হিমালয়ের মত তুমি দূর থেকে হাতছানি দাও,
আমি মরিচিকায় হাত বাড়িয়ে ভেবেছিলাম তোমায় পাবো
কিন্তু না, গিয়েছি হারিয়ে।
আর ফিরবো না লোকালয়ে
যার অস্তিত্ব মিলিয়েছে বিদায়ে।