আর এসো না তুমি আমার দৃষ্টির সীমানায়,
মুছে ফেলেছি তোমায় দু'চোখের অশ্রু ধারায়।
জল নেই আর এখন চোখের নদীতে শুধু হাহাকার
যা কিছু ছিল অবশিষ্ট, সব হারিয়ে আজ যাযাবর।
একদিন সব-ই ছিল, সবুজ মাঠ, নীল আকাশ,
হেমন্তে বয়ে চলা শান্ত শিষ্ট শীতল নদী।
আজ যে কিছু নেই সে কথা বলছি না বা বলবোও না।
সবই আছে, শুধু রঙ্গটা বদলে গেছে।
যেমন সবুজ মাঠ আজ তামাটে, নীল আকাশ নিকষ কালো।
আর হেমন্তের নদী,
সেতো আজ বরষার ভরা যৌবনা, নিরবে ভাঙ্গছে দু'কূল।
একাকী আজ আমি বসে মরা নদীর তীরে
কোনদিন আর জোয়ার হয়ে তুমি এসো না ফিরে।