কারো চলে যাওয়ায় সৃষ্ট যে শূন্যতা।
হয়তো তা বা পূর্ণ হয়, তবে কিন্তু স্পষ্ট ব্যবধান টা ।
প্রতিটা শূন্যতার একটা নিজস্বতা আছে।
কেউ অশ্রু লুকায় বৃষ্টি বিলাসে,
কেউ বা আবার রুমালের ভাঁজে।
আমি না হয় বৃষ্টি বিলাসী
এতো কাছাকাছি, এতো পাশাপাশি থেকেও
বোঝা যায়নি চলছি সমান্তরালে!!
হারিয়ে যায়, হারিয়ে যাও যতদূর যাওয়া যায়
মুছে যাক পদচিহ্ন, ধুয়ে যাক সব, ব্যথার অনলে।
সব শূন্যতা থাক বুক জুড়ে, যার যার নিজস্বতায়
আমার গোধূলির আকাশ থাকুক বিষাদের নিস্তব্ধতায়।