ফিরে যেতে হয় জানি, তোমার পূর্ণতায়—
আমার শূন্যতা পড়ে থাকলো।
যখন চাঁদ ঘুমিয়ে যায় নীরবে,
আমাবস্যা জানান দেয় আঁধার তার অস্তিত্ব!
জোছনা কিংবা আমাবস্যায় ছিলো না কোন পার্থক্য,
"চাঁদ" তুমি যখন পুরোটাই আমার হয়েছিলে!
আমি "নদী" হয়ে বুক জুড়ে ধারণ করেছিলাম তোমায়,
অচেনা শ্যাওলায় চেনা চরাচর বদলে গেছে অজান্তেই।
অপেক্ষায় কেটে যাবে সহস্র কোটি বছর,
তারপরও—
এই অপেক্ষা আরো দীর্ঘ হবে, মহাকাল পেরিয়ে,
ভ্রূণ-যাত্রা'য় ব্যর্থ ভ্রূণের মতন
পরাজিত হয়ে নিঃশেষ হবে সব আয়োজন।