পাহাড়ের কান্না কেউ বুঝে না, সবাই বলে ঝর্ণা।
বুকের তলে কষ্ট লুকায়, চোখে অশ্রু জলের বন্যা।
চাঁদের হাসিতে মুগ্ধ মন, দেখি না তার হৃদয়ে ক্ষত,
সবুজ মন বিবর্ণ আজ, কেউ রাখলো না খোঁজ আগুন পোড়ালো কত?
আমি পুড়তে চাই, রোজ পুড়ে যাই, তোমার ভালো থাকার জন্য।
পুড়ে পুড়ে খাঁটি সোনা হবো, যদি তাতে তুমি হও ধন্য।    



        অবশেষে ভালবেসেই যাই.......