আমার দখিনের ব্যালকুনী,
ধোঁয়া তোলা কফির মগ,
রোদ তুমি! তোমার অপেক্ষায়।
আমার আরাম কেদারা,
গ্রিল জুড়ে বেড়ে ওঠা অর্কিড,
প্রহর গুনছে, হারাবে তোমার উষ্ণতায়।
ব্যস্ততার এ শহরে সবাই অচেনা
জানি, ব্যস্ততা শেষে খুঁজে নিবে তুমি
পুরোনো এই আমি আর আমার ঠিকানা।
ছোট্ট এই নগরে কেউই হারায় না
সবই ঠিকানা বদলের খেলা।
ভাটার টানে জানি দূরে গেছো সরে
জোয়ারে করবে নোঙর
এই হৃদয় বন্দরে, তোমার ভেলা।
সেই অপেক্ষায় আজও আমি
বৃষ্টি অথবা শিশির হয়ে ছুঁয়ে যাবে তুমি,
এই আমার আঙ্গিনা।