বারান্দায় অশ্রু স্নাত চোখ, দরজায় ব্যাকুল হৃদয়
কি এমন সাধ্য, শরতের আকাশ নীলে আমার বিদায় হয়।
কাঁদে মন, কাঁদে হৃদয়, মানুষ আমি, স্থবির পাথরতো নই,
ব্যস্ততা, বাস্তবতায় চলে যাওয়া, নীড় খোঁজা পাথির ন্যায় ফেরা তোমাতেই।
যেন অমূল্য রতন, ও চোখের ঝরে পড়া প্রতিটি অশ্রু কণা।
কোন কিছুর বিনিময়ে তা যায় না কেনা।
যত দুরে যাই আমি, পাড় করি এ সীমানা, বিশ্বাস করো
এ শহরে আমার একটাই ঠিকানা।
বারবার আসি ফিরে ফিরে আসি, আসতেই হয় তোমাতেই,
ভালবেসে ভালবাসায় আমার হৃদয় বেঁধেছি তোমার হৃদয় কোটরেই।