যেতে চাইলে তুমি চলে যেতেই পারো
চাঁদও হারায় অমাবস্যায়।
তোমার চাওয়াতেই ছিলো আমার ভালো থাকা না থাকা।
অথচ তুমি চাইলে আমার মেঘলা আকাশ।
শরৎ চাইলে তোমার আহা মরি ক্ষতির কিছু ছিলো না,
তোমার যে বসন্তের প্রয়োজন, সে আমি ভাবিইনি কখনো।
বরাবরই আমি প্রেমিক থাকার চেষ্টা করছি,
পুরুষ প্রেমিক হতে চাইনি কভু তোমার কাছে।
বৃষ্টিতে ভিজেছ হরহামেশাই, আমি প্রতিবারই ছাতায়
ভয় ছিল বিষণ রকম যদি ও জলে আগুন জ্বলে ছোঁয়ায়।
তোমার চাওয়াতে মিলে মিশে একাকার এই আমার আমি,
শূন্যতায় ডুবে গেছি আমি, তোমাকে সাজাতে পরিপূর্ণতায়।
শহর জুড়ে অর্কিডের ছড়াছড়ি, তোমার চাই কদমফুল
একবারও বলিনি যে, এই শহরে গ্রাম বড়ই অনুপস্থিত।
হলুদ আমার পছন্দের রঙ মোটেও নয়,
তারপরও দিব্যি আমি হিমু হয়ে ফাগুনের আগুন বেলায়।
আমার এতো বদল, শুধু তোমায় ঘিরে স্পর্শে পাবো উষ্ণতা
আর তুমি চাইলে ভিন্ন আকাশ যা আমার না।
চাঁদ ফিরে আসুক পূর্ণিমায়, ভাসুক রজনী জোছনার জলে
আমি মিশে যাই ঘোর অমানিশায়, হারাই নিজের ছায়া নিজের কাছে।