তুমি যাকে বৃষ্টি বলো,
আমার কাছে তা অশ্রু ধারা।
বেঁচে আছি একলা একা,
যেই তুমি বলেছিলে বাঁচবে না আমায় ছাড়া।
মানুষ এক আসে, একাই আবার ফিরে
বেদনা'রা চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকে, গভীরে।
ঐ আকাশ একা, চাঁদ লুকালে আমাবস্যায়।
পাহাড় ও কষ্ট বুকে দুঃখ রঙের ছবি আঁকে ,
মেঘ তারে বারেবারে আঘাত করে প্রচণ্ডতায়।
কদমের ফুল শুকিয়েছে, অশ্রু জলে তাতে গন্ধ,
নিশাচর এই আমার পেঁচাদের সাথে হয়েছে দ্বন্দ্ব।
ও পেঁচা! ঘুমাও তুমি, তোমায় দিলাম আমি ছুটি,
তার বিহনে এখন আমি  রাত্রি জাগি।
ঝিঁঝিঁ পোকার আর্তনাদ আমার সাথে মিলিয়ে দেখি,
কে সুখের কাছাকাছি?  আমার এক আধারের পৃথিবী।
বৃষ্টি তোমারই থাক, আমি মেঘ হয়ে ভেসে যাবো নিরুদ্দেশে,
হয়তো আবার হবে দেখা, এই আমি নই অন্য কোন বেশে।
ঘাস হয়ে হয়তো বা ছুঁয়ে যাবো তোমার অজান্তে
তুমি জানবেও না, তুমি বুঝবেও না, আমার স্পর্শ তাতে।
হাসনাহেনার গন্ধ হবো, সাঁঝেরবেলায় জড়িয়ে রবো,
জোছনার জলে হয়ে তোমার ভিজিয়ে দিবো,
তুমি ভাববে জ্যোৎস্না স্নান, নিজেকে আমি বিলিয়ে যাবো।