কত নিশী ভোর করেছি চিবুকে নিয়ে অশ্রুধারা।
জানি না কেমন আছো তুমি? আমি ভাল নেই তোমাকে ছাড়া।
রাতের আকাশ, রাতের তারা, রাতের পেঁচা আর আমার জেগে থাকা
কিভাবে যায় কষ্টে প্রহর, একলা ঘর আমি একলা একা।
চাঁদনী রাত জোছ্নাময় তবুও যেন নিকষ কালো।
ভাঙ্গা ঘর, পোড়া কপাল, নেই কোথাও একটু আলো।
তবুও প্রহর কাটে ভালবাসার আশায়
একটাই প্রশ্ন প্রিয়তমা,
আছো কি খুব ভাল আমায় ছেড়ে নতুন ঠিকানায়?