বিবর্ণ কেশ পবনে কর্ণ পারি দিয়ে পৃষ্ঠের অগ্রভাগে গিয়েছে চলি।
সে এক ত্রাসিতা রমণী। বিদিত হতে হলেম অক্ষম, সে পরী নাহয় অপ্সরী।
নোলক চলতে চলতে সরে পড়েছে সেই বিবর্ণ কেশে,
যেন চারদিকে সবুজের মাঝে একটা বাঁকা সরণি বাহিয়া বাহিয়া অতিক্রান্ত হয়েছে বহু দূরত্বে।


অভিজাত অক্ষিতে তার, পুরো একটা খেলা করা প্রবাহিণীর বইছে ধারা।
এই চারুতে ক্রমশ মোহিত হয়েছে চিরদুঃখী। ললাটেই লুকিয়েছে সর্ব বেদনা।
ফোয়ারার সৌন্দর্যে হলুদ পাখিরা মেলেছে পাখনা আর হরেক রাঙা পাখিরা সেই পবনে সূর তুলেছে।
আপন আজ মুগ্ধ নয়নে বিমোহিত হয়ে বলি, সুশ্রীতে তার শুরু তার অবসান সুদৃশ্যে।