প্রিয়জন প্রিয়কথার মানুষ-
তৃষ্ণা নেভানো মানুষ.
কাজল দীঘি চোখের একশ’ একটা
              নীল পদ্মের মানুষ,
প্রেমহীন - অজস্র প্রেমকাঁটার মানুষ,
দুর্বোধ্য ভাষার ভিন্-গ্রহী মানুষ;
সমান্তরাল রেললাইনে দাঁড়ানো-
ভালবাসা বিক্রি করা মানুষ,
সাইক্লোন সেন্টারে নিরাপদ দূরত্বের-
নিরাপদ মানুষ;
একদার জীবনে তোমরা সবাই পাশে ছিলে
তবে কেন আজ- এই প্রবাহিত সমকালের
ধূসর কুয়াশায়- আমি নির্বাসিত একা একা;
আমার অজানা অপরাধের বিচারের দায়ভার
তোমরা কে কে নিতে চাও?
দোহাই লজ্জা কোরোনা কিংবা পোরোনা ভদ্রতার
নাগরিক মুখোশ - বরং ঠোঁট-কাটা মানুষের মতো
বলে যাও আমার অপরাধ;
যেন পুনর্জন্মে নিজেকে শুধরে নিতে পারি।


শিমুলতলী, গাজীপুর
০৪-০৫-২০১৮ইং