প্রতীক্ষার খরাদগ্ধ আকাশ-
ক্লান্ত চাতকের ডানায়
মরীচিকার বৃষ্টিপাত;
আষাঢ় মাসে
শোনানো আশা’র আষাঢ়ে গল্প;
স্বল্প মূল্যের ফুটপাতের জীবন-
বাগান বিলাসে ফুটে থাকা
থোকা থোকা স্বপ্ন বিলাসী ফুল;
সত্য-মিথ্যের মিশ্রিত শংকর মানুষ-
তৃষ্ণার্ সামাজিক মরুতে
ফেলে যাওয়া প্রতিটি ভদ্রতার মুখোশ,
তবে কেন চেয়ে যায়
তৃষ্ণা নেভানো জল।


শিমুলতলী, গাজীপুর
১২-০৫-২০১৮ইং