মর্মকথা-মর্ম ব্যথার
চেতনার আলুনি ঘুম
বোধিসত্যের মমি ঘরে
আকাংখার আকাশ ছোঁয়া পিরামিড।
মন্ত্রে পিপাসায়
বোধের অক্ষরে-অংকুরিত স্বপ্ন-কথা;
প্রতিটি মানুষ জাদুকর
চোখের নীলনদ খুঁড়ে খুঁড়ে
খুঁজে ফেরা প্রতিবিম্বের ঠিকানা;
আয়নাতে বাসা বাঁধা চাঁদ
ঘাঘু ঘুঘু শিকারীর মত,
খাঁচা বন্দি মানুষ-মানুষ খেলা
সত্য-মিথ্যের কাঁচকলা;
তবু, প্রতিটি মুদ্রিত ব্যাংক নোটে
সম্পর্কের সীল মোহর-পথে ঘাটে
যে কোন অবস্থায় দেখামাত্র
সালাম দিতে বাধ্য থাকিবে-
আদেশ ক্রমে
মানুষ ও মানবতার বিশ্ব-সরকার।