অনেকদিন রক্তের ভেতর প্রবাহিত নদীর
জন্মউৎসব-
আবহমানকালের প্রতিবিম্বের
আয়নাঘড়ি- মানুষের দৃশ্যমান
জীবন, যতটুকু হৃদয়ের দোলা…
যতবার দিক বদলের পেন্ডুলাম;
আত্মভোলা পরিযায়ী পাখি হয়ে
শেষের খোঁজে ধেয়ে চলা…
কারো কারো অনেক বেলা
কারো কারো অনেক খেলা
মাটির ময়না আর কাঠের পুতুল…
তবু সাজায়-স্বপ্নদেখারাত…
রৌদ্রজ্বলা দিনের-উত্তরাধিকারের পৃথিবীতে।


শিমুলতলী, গাজীপুর।
০৫.০৭.২০১৮