মোঃরুবেল


কথাগুলো আজ হয়তো ইতি হয়েছে
শরতের চাঁদের আলো মাখা এক ফোটা জল
নূয়ে পড়ে ঝলমলে আধারে,
তোমার আলতো স্মৃতি অন্ধ নিশিতে এসে
চোখের ক্লেদাক্ত দেয় ধুয়ে,ধুঁকনি হিয়ার।


জ্যোৎস্না রাজ্যে জলজলে সুষমা তোমারি
শাল্মলিমাখা গন্ধ, তোমার বেনি কাঁটা কেশে
শিশিরের বুকে প্রতিচ্ছবি তোমার,
চলে গেছ দূর থেকে অতি দূরে।
তাইতো ইতি হয়েছে গল্পগুলো আজ।


হৃদয়ে ক্ষতের গানটা না হয় মোমবাতির জানা
তবুও তোমার শূন্যতা সূক্ষ্মদর্শ শকুনের মতো দেয় হানা,
সন্ধার নীলিমায় সূর্য বিলীন হয় ফিরে আসে ভোরের কনসাটে
দগ্ধ হিয়া সুধায় ফিরবে কি!
প্রেমনদী সাত্রে, হাতে করে এক তোড়া ফুল,
আমি কুড়িয়ে এনেছি পৃথিবীর নীল পদ্মগুলো,
এসো না ফিরে!
ফিরে এসো!