আমার মা, আমার বাবা,
আমার ভাই-বোন।
চলবো সবাই এগিয়ে চলবো
এইযে নদীর কূল।
চাওয়া নেই কোন, পাওনা নেই কোন;
পরিবারে মোর বসতি।
চলিতে পারি যেন সদা সঠিক পথে,
এই মোর আকুতি।
কাকুতি আছে বড় হইবার,
স্বপ্নরঙ্গে নহে, জীবন গড়িবার;
জীবন যেন হয় সহজ-সরল
মরণ যেন হয় ‘স্তনভোগী’ শিশুর মতন।