হে প্রিয়তম
ধীরে ধীরে হৃদয়ে এসে
মন ও মননে
তোমার স্থায়ী আসন গড়ো
তোমাকে জপে; তোমাকে ভেবে
জেনিছি-
তুমি মোর দুই নয়নের আলো।


তুমি এলেই হৃদয়
‘হৃদয়’ হয়ে উঠে
তোমার নামে প্রতিপলে
প্রেমধ্বনি রটে-
তুমি বিনে হৃদয় বাগাঢ় সমতুল্য
প্রিয়তম,
তুমি মোর দুই নয়নের আলো।


কত ছলনায় ভূলে-
কত জনারে হৃদয় সেঁধেছি;
প্রতিদানে অধম মানারে
আস্তকুড়ে ঢেলেছি।
তুলসির জল ঢেলে হৃদয় শুভ্র করেছি
প্রিয়তম;
তুমি মোর দৃই নয়নের আলো।


প্রিয়তম
তুমি একটু একটু করে হৃদয়ে এসে
চিন্তা-চেতন ও অনুভবে
স্থায়ী আসন গড়ো
আমাকে তোমার হাতে ধরে
তোমার যোগ্য করে গড়ো
তুমি মোর দুই নয়নের আলো।