প্রেমিক বিনে কে আর বুঝে
প্রেম যাতনা!
প্রেমিতে-প্রেমিতে
না মিলিলে বিফল
প্রেম সাধনা।


মানসুর হাল্লাজ প্রেম বুঝিল
আপন ভূলে তাতে মজলো
রুমির মনে প্রেম জাগিয়ে
শামসি তিবরিজ সারথক হলো
প্রেম সাধনায়।


প্রেমী বিনে প্রেমিকের প্রেম-
বিফল হবে;
ভূল সাধনায়,
প্রেম বাজার ঐ গরম দেখো
প্রেমিকদের মন বেঁচা-কেনায়।


প্রেমিক যে জন; যেদিক তাকায়-
প্রেমের আকার সদায় খুঁজে পায়
প্রেম সাধনায়।


মাথা জমিলে দিলে-
পা’ দুটি ঠিক উপরে উঠে;
লা-ইলাহার ‘লাম’ এর নিশানায়।
প্রেমিকগণ সব মগ্ন থাকে-
প্রেম সাধনায়।


মুখমন্ডল উল্টে ধরলে-
‘আল্লাহ’ শব্দের আকার ধরে,
হরফে নয়; ‘আদলে’
বুঝে নিতে হয়
প্রেম সাধনায়।


নিবির ভাবে দেখো ভেবে
কপালের গড়ন আরবী ‘বা’ হবে।
চক্ষু দুটি নকতা ধরলে
‘তা’ এর আকার খুঁজে পাবে।
দুই চোখ দুই নকতা আর-
মুখ ধরিলে এক, ‘ছা’ এর আদল
খুঁজে পাবেই আশেক।


কপালের ওপর চুলের পত্তনস্থল
এক নকতা হলে
‘বা’ এর সংশয় যায় সরে,
চোখের ভুরু আর-
মনিযোগে
‘নুন’ এর গঠন হয় সহজেই।
নাসিকাতেই ‘লাম’ এর গঠন রয়।
ভাবদৃষ্টিতে চাহিলে মুছিবে সংশয়।


দুই হাতের কনুই বাঁকা
‘দাল আর যাল’
নকশা আঁকা
দুই হাটুতেইও তারা
অবিকল রয়।


হাতের মুষ্টির উপরে
রগের স্থাপন খুব সহজেই
‘আল্লাহ’ শব্দ হয়।
প্রেমের চোখে চাইলে পরে
দেখিবে নিশ্চয়।


প্রেমিক বিনে কে আর বুঝে-
প্রেম সাধনার!
গুরু বিনে হয়কিরে খবর
গোপন অজানার।