নামাজ পড়ো ক্বাবা পানে-
স্রষ্টার চরণ রেখে ধ্যানে।
প্রতি সেজদায় ধরে ধরে
দিবে মনা তাঁর চরণে।।


আসসালাতুল মেরাজুল মু’মীনিন,
প্রমান দেখো প্রাক কোরআনে।
যদি হয় সেজদা আন্দাজে
পড়বে তা কোন চরণে?


দয়াল শুধায় ওরে-
নিরাকার খোদারে না খুঁজে
দাও সেজদা নামাজে-
আকার খোদার চরণে।।


ইবলিশ কয় খোদা-
তোমার ‍ৃসৃষ্টিতে
শস্য সমান স্থান নেই বাকী
আমার সেজদা বিনে;
সেজদার উপর সেজদা পড়লে
আমার কওম হইবে সে সেজদার কারনে।


ভেবে দয়াল শুধায়
জেনে নাও গোপন খবর-
একটি স্থানই আছে কেবল
ইবলিশের সেজদা বিনে।


তোমার যতো আছে সেজদা
একটি স্থানে কেবলি দাও।
সামনেতে স্রষ্টাকে এনে
আকার খোদার লুটাও চরণে।।