আমার নীল আকাশের নিচে গভীর বায়ুস্তরটা যেইদিন
তোমার নিস্তব্ধ সবুজ ঘাসগুলো কে নাড়িয়ে দিয়েছে ,


আমার নীল আকাশের শুব্র বৃষ্টি ফোঁটাগুলো যেইদিন
তোমার নির্বাক ঘাস গুলোকে ভিজিয়ে দিয়েছে ,
ঠিক সেইদিন থেকেই না আমার নিজের হাতে গড়া মেঘগুলো। ...
তোমার ওই সবুজ বাগানটার ছায়া হয়েছে।

তুমি যখন থেকে তোমার ওই বাগানটাকে সাজানো শুরু করেছো
ঠিক তখন থেকেই না আমি আমার মেঘগুলো স্তরে স্তরে সাজিয়েছি।
বড্ডো সুন্দর লাগে সেই পছন্দের বাগানটার কালো গোলাপটাকে   ,


যেইদিন থেকে ফুলগুলো ফুটছে ঠিক সেইদিন থেকেই
হুম ঠিক সেইদিন থেকে মেঘেদের সরিয়ে দিয়েছি ,
যাতে স্নিগদ্ধ রোদের তীব্র আলো তাকে আরো বেশি
অনেকটা বেশি কোমল আর মোলায়ন করে দেয়।
খুব করে দেখতে থাকি ,
অনেকটা  নির্বাক , অনেকটা অবাক হয়ে,
কালো গোলাপগুলোর আকাশ পানে অবাক চেয়ে থাকা।


আর আসতে আসতে যখন শেষ বিকেলে আকাশ লালচে হয়ে যায়,
খুব চিন্তে হয় তাইনা ?
এইবুঝি আমি আমার আকাশকে হারালাম !
ঠিক ওই মুহূর্তে না আমার অস্তিত্বের  জানান দিয়ে ,
গভীর স্নেহভরে আদর জোড়ানো
নিশ্চুপ আকাশ আর ঘন অন্ধকারের চাদরে ,
তোমাকে সিন্গ্ধ করে ঢেকে দিয়েছি।


একটা কথা তুমি না খুব সত্য বলো ,
"তোমার শুধু রঙ বদলায়" ,
সত্যিই আমার আকাশের রঙটা বদলে যায়,
ভীষণ বদলায় , কিন্তু কি জানো?
যেইদিন থেকে তোমার পছন্দের বৃষ্টি হয়েছি না ,
সেইদিন এর পরথেকে একটিবার এর জন্য ও দৃষ্টি ফিরিয়ে নিয়নি।


ভালোবাসার ত্বরণ মন্দন এর হিসাবটা করতে না শিখলেও ,
তোমার অস্তিত্ব আর পথচলার স্পন্দনটা
দারুণভাবে অনুসরণ করছি।


ইতি তোমার ,
নীল আকাশ