রুধিররঞ্জিত রাজপথ সগৌরবে  বেয়ে যায়
আসীমান্তিক ধরনী,
শিরায় শিরায় কূটনৈতিক কীটের কিলিবিলি
নিয়ত পীড়িত জননী,
পুষ্টিহীন সন্তানেরে লয়ে বুকে
ধুকে ধুকে মরনপথে অভিশাপের বন্যা  রেখে যায়
অথচ জোয়ার চলছে, পক্ষের হিসেব ভুলে,
আমার ঘরের উনানেও জল
একটা দাঁড়কাক  দাড়িয়ে আছে ঠায়, এক পায়ে ;
গিন্নি দেখাচ্ছে গুলতি.
বড় ঘরের চালায়
আরেকটা হুতুম প্যাঁচা, দিনেও রাতের ভয় দেখায়।