আজকাল বিশেষণে ডিগ্রীর ব্যবহার
যথেচ্ছ চলছে হোক বা না হোক দরকার ,
গ্রামারের এই ডিগ্রী এখন পকেটে বা জিহ্বায়
আবার কখনো বাড়ি ঘরের জিম্বায় ।
বাসে খেলে ঝাকুনি, 'গুরুতর দুর্ঘটনা'
রান্নাঘরে লাগলে আগুন,"ভয়াবহ ঘটনা'
কোনমতে নেতা হলেই, 'বিশিষ্ট সমাজ সেবক'
ইভটিজিং এ পরলে ধরা, 'দুশ্চরিত্র লম্পট'
দু'চার লাইন লিখলেই, 'সাহিত্যের ধারক-বাহক'
সাধু ভাষা বললেই, 'মস্ত বড় সাধক'
বউ শাশুড়ির কূট কাঁচালি, 'নির্যাতন অত্যাচার'
দুই নম্বরি ব্যবসায়ী,'তুখোড় বুদ্ধির নিষ্ঠাচার'
আঙুল কেটে রক্ত ঝরে, 'গুরুতর জখম'
রেফার হয় অন্যত্র, ' আশঙ্কাজনক' ।