আকাশ থেকে বলছি,
মানুষের মৃত্যুর মিছিলের কালো দাগে
দু একটা অমানুষ দেখার খুব ইচ্ছে ছিল-
এখনো জ্বলছে গ্রাম শহর নগর বন্দর
যেমনটা জ্বলছিল ;
মরনের আতঙ্ক যেমন ছিল দুই দুইটা বিশ্বযুদ্ধে
বিগত শতাব্দীর মহামারীর দেশে
মানুষের শিরায় এন্ডোপ্লাজমিক জালিকার মতো
স্ংযোগ স্থাপন করে উন্মেষে ;
আকাশ থেকে বলছি,
ধনকুবেরের স্বপ্নের পৃথিবীতে
মহাকাশ থেকে ছবিতে আসা অট্টালিকার পাহাড়ে
এখনো ভাইরাসের মতো
কিলবিল করে দু চারটা ক্লেদমাখা হাড় হাভাতে ;
বিণাশের লাইনে দাড়ানো কমউনিষ্ট'রা ব্যস্ত
গোরস্থানের পেছনে জলাশয় নিয়ে,
অন্ন বস্ত্র স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এর পরেও যে
পৃথিবী এখন মুখে মুখে অনেক এগিয়ে ।
আকাশ থেকে বলছি,
এখনো দৃশ্যত স্পষ্ট ভেদ পুরুষের স্ক্রুটাম
আর নারীর স্তনে,
জাতি ধর্ম বর্ণ, মন্দির মসজিদ গীর্জা
গীতা বাইবেল কুরআন প্রতিষ্ঠানে ।
গর্ভে লুকিয়ে আগ্নেয়গিরি
আগুনের গান লেখে,
রক্তজবার প্রসব বেদনায় মায়ের রোদন
গুঞ্জরিত বিশ্ববীক্ষে ।
আকাশ থেকে বলছি,
এখন আলোকিত চারিধার
হিল্লোলিত ধরা পূঁজির ভারে,
বিষবৃক্ষ বিকশিত বৈরী সহবাসে
ফ্যাসিবাদ নিয়ত সঞ্চারে ।
দুর আকাশ থেকে আমার চোখে
এখনো পৃথিবী নীল,
প্রাচীর ভাষা সংস্কৃতির বিভেদ
বাস্তবের গরমিল ।