আমার দুর্গাপূজো মানে,
ষষ্ঠীর শেষ বিকেলে
এক গাদা নতুন কাপড় হাতে অফিস ফেরৎ
বাবা-স্বামী-কাকা-পুত্রের সমাহার ।
সপ্তমীর সকাল ন'টায় লুচি আলোর দম্
বহুদিন বাদে ভেজা চুলের গন্ধের সাথে ধুপের গন্ধের মেলবন্ধন
বাড়ান্দার বাদিকে ঝুমকো জবা গাছে টুনটুনির বাসার আবিষ্কার ;
আমার দুর্গাপূজো মানে,
ডেক্সটপে অনলাইনে বাংলা কবিতার আসরে কবিতা লেখা
অষ্টমীর বিকেলে সাগু কলার ভোগ মাখা প্রসাদ খাওয়া
নবমীর সকালে পাঞ্জাবী চাপিয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারণ শোনা
অতঃপর দশমীর দুপুরে সিঁদুর রাঙা গালের হাসি এব্ং
দই-মিষ্টি-মাংস-টাংস খাওয়া ।