আমার মতোই থাকবো আমি রইব জীবন ভর
আদর্শে অটল একঘোয়ামি দুঃসাহসী অনীশ্বর
হানছে আঘাত ভীষণ সংঘাত বন্ধু পণ্ডিত প্রবর
হাসছে আমার ঈশ্বর আকাশ তত্ত্বে মিথ্যে খবর ।
ঈশান কোণে চোখ রাঙায় মেঘ কিষাণ থর থর
কিষানীর বিপদনাশিনীর ভোগ প্রসাদ বিস্তর
মুহুর্মুহু ঘনায় আপদ ফসল কাঁদে ঝরঝর
ভক্তবৎসল কল্পতরু গল্প শোনায় দুস্তর ।
আমার একটা ঈশ্বর আছে জীবে সাকার দুরন্ত'র
অলিতে গলিতে বিরাজমান বিভেদ ভাঙ্গার যন্তর
নীরব নির্ভয় নিশ্চল লক্ষ্যে নিস্তরঙ্গ সলিল সাগর
বুভুক্ষার পাতে এক মুঠো ভাত সুদিনের কারিগর ।