আমি তোমার গল্প কথার সেই স্বল্পভাষী স্বাধ্বী নারী
রোজ সকালের স্নান আহ্নিকে মহিয়সী শুদ্ধাচারী,
অমুক রত্ন পুরস্কারের মনোনীত সেরা চরিত্র
তিনশত সাত পৃষ্ঠায় আঁকা অমোঘ কথার শেষ ছত্র ।
আমি তোমার গল্প কথার সেই তথাকথিত রাজকন্যা
ভালবাসার টানে রাজপ্রাসাদ ত্যাগী নায়িকা অনন্যা,
রূপে অপরূপা, ফুলপরী, জলপরী, আকাশের চন্দ্রমা
আমি লায়লা, লাবণ্য, মাধবী, বনলতা অথবা তিলোত্তমা ।
আমি তোমার গল্প কথার সেই দৃঢ়চেতা দুঃসাহসী নারী
স্নেহ মমতা আঁচলে বেঁধে অস্ত্রহাতে যুদ্ধ করি অধিকার কাড়ি,
সৃষ্টি স্থিতি লয় নিয়ন্ত্রন করি সুন্দরের মোহে রচি অনুরাগ
নাড়িমূলে বপন করি সন্ততি দেহ কোমলে অবশ করি রাগ ।
বাস্তবের চিলাকোঠায় চিরকাল আঁধারের প্রদক্ষিন
নিয়ত আত্ম হননের স্বপ্ন সূর্যের কাছে রাখি ঋণ
আমার বহতা রোধি হিম হয়ে কাঁপন ধরায় জীর্ণ শীর্ণ দেহে
তোমার কলম যখন আঁচর কাটে আবার ; নিপুণ শিল্পের দ্রোহে ।