আপনি কি ওভার ব্রীজে দাড়িয়ে
পশ্চিম দিকের বটতলা শ্মশানটা কখনো দেখেছেন !
লাশগুলো পুড়ে গিয়ে ছাই হয়ে
নদী জলে ভেসে যায় যেখানটা দিয়ে !
কত হাসি কত কান্না
কত সুখ - যাতনা
ভেসে যায়, উড়ে যায়
নেচে নেচে গান গায় !
কত শত জীবনের জীবন্ত ভাবনা
রঙীন স্বপ্নে মোড়া দুরন্ত কামনা
জলে মিশে তলিয়ে যায়
নির্দ্ধিধায়, নির্লিপ্ততায় !
আপনি কি দেখেছেন ,
আমাদের শত কোটি হিংসা বিদ্বেষ গঞ্জনা
কিভাবে মিশে যায় মহাকালের মহিমায়
নিঃসঙ্কোচে বুকে তোলে নেয় নদী
গরিমার ভষ্ম, দৈন্যতার বিড়ম্বনা !