সুপ্রিয় কবিবন্ধুগন, ইতিমধ্যেই আমাদের সকলের প্রিয় কবি সৌমেন বন্দ্যোপাধ্যায় এর পোষ্ট থেকে জেনে গেছেন ,'বাংলা কবিতা ডট কম'এর ব্যানারে ভারত বিভাগের আগামী আন্তর্জাতিক সম্মিলন আগরতলায় অনুষ্ঠিত হবে । ইতিমধ্যে সম্মিলনের তারিখ, স্থান এবং অনুষ্ঠান সূচীও প্রকাশিত হয়েছে । আগরতলার সম্মিলনের বার্তা কবিবন্ধুদের মধ্যে অভূতপূর্ব সাড়া ফেলেছে বলাই বাহুল্য । অনেকেই অংশগ্রহন করার ইচ্ছা প্রকাশ করেছেন আবার অনেকেই ইতিমধ্যে প্রতিনিধি ফি জমা করে দিয়েছেন এবং নিজেদের দায়িত্বে যাতায়াতের টিকিট স্ংগ্রহ করে নিয়েছেন  ;  অনেকে এখনো চুরান্ত সিদ্ধান্তে পৌছাতে পারছেন না ।
     প্রথমেই আমি 'বাংলা কবিতা ডট কম'এর ব্যানারে ভারত বিভাগের আগামী আন্তর্জাতিক সম্মিলন আগরতলায় অনুষ্ঠিত করার সুন্দর এই সিদ্ধান্তের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । আমাদের ছোট্ট রাজ্য পাহাড়ি কন্যা ত্রিপুরা একাধারে যেমন বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার পীঠস্থান তেমনি এক আদর্শ পর্যটন কেন্দ্র । বাংলা ও বাঙালীর নামের সাথে ত্রিপুরার নামটি চিরকাল লেপ্টে আছে ও থাকবে । আগামী সম্মিলনে আপনাদের সকলের উপস্থিতিতে গুণীজনের মিলন মেলা এক ঐতিহাসিক মাইলস্টোন স্থাপন করবে এই প্রত্যাশা করি । এই সুন্দর মিলন মেলাকে সুষ্ঠ ও সর্বতোভাবে সম্পন্ন করার জন্য উদ্যোগী শ্রদ্ধেয় কবিগনের ঐকান্তিক প্রচেষ্টা ও পরিকল্পনা ইতিমধ্যেই আসরে প্রকাশ পেয়েছে এমনকি'বাংলা কবিতা ডট কম'এর ভারত বিভাগের হোয়াটস অ্যাাপ গ্রুপেও নিয়মিত যোগাযোগ চলছে তবুও আরোও বড় পরিসরে প্রকাশ প্রচারে আমাদের এই আলোচনার পাতার বিকল্প নেই । যেহেতু ত্রিপুরার কবি হিসেবে মাননীয় এডমিন সহ অন্যান্য ঊদ্যোগী কবিগন আমার উপরে বেশকিছু দায়িত্ব অর্পণ করেছেন তাই সম্মিলন পর্যন্ত নিয়মিত যোগাযোগ রক্ষার জন্য এখানে এই লেখার মাধ্যমে সম্মিলনে উপস্থিতির ইচ্ছুক কবিগনের নামের তালিকা ও প্রতিনিধি ফি জমার বিবরণ নিয়মিত দেওয়ার চেষ্টা করব । প্রসঙ্গতঃ বলে রাখা ভাল, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে যেহেতু বিভিন্ন অসুবিধা রয়েছে তাই বাংলাদেশ থেকে অংশগ্রহনকারী অথিতি কবিগন সম্মিলনে উপস্থিতির জন্য কোন প্রতিনিধি ফি দিতে হবে না তবে অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্যের জন্য আপনাদের স্বতঃস্ফুর্ত অনুদান (যদি দেওয়া হয়) সাদরে গ্রহন করা হবে , এছাড়া আগরতলা প্রেসক্লাবে কেউ নিজের গ্রন্থের মোড়ক উন্মোচন করতে চাইলে, তার জন্য ধার্য অর্থ সম্মিলনে উপস্থিত হয়েই লেনদেন করতে পারবেন ।
ভারতীয় কবিদের জন্য প্রতিনিধি ফি - ৭০০/- টাকা, সাথী অথিতির জন্য মাথাপিছু - ৩০০/- টাকা ।
বইয়ের মোড়ক উন্মোচন বাবদ - ১৫০০/- টাকা প্রতি বই ।
এই সম্মিলনকে সামনে রেখে একটি স্যুভেনির (স্মারক পুস্তিকা) প্রকাশের প্রস্তাব রেখে লেখা আহ্বান করা হয়েছে । সম্মিলনে অংশগ্রহনেচ্ছুক কবিবৃন্দের প্রতি অনুরোধ, আপনারা আলোচনার পাতায় প্রস্তাবটি পাঠ করে য্থা সময়ে আসরে কবিতা পোষ্ট করবেন ।

এখনও পর্যন্ত যেসকল কবি ত্রিপুরায় আসবেন বলে জানিয়েছেন:-
---------------------------------------------------------------
১। কবি চিত্তরঞ্জন সরকার
২। কবি অসিত কুমার রায়
৩। কবি আর্যতীর্থ
৪। কবি বিকাশ দাস পরিবার সহ
৫। কবি সমীর প্রামানিক পরিবার সহ
৬। কবি শম্পা রায়
৭। কবি বিশ্বজিত শাসমল পরিবার সহ
৮। কবি সৈকত পাল
৯। কবি সৌমেন বন্দোপাধ্যায়
১০। কবি প্রনব লাল মুজুমদার
১১। কবি বিভূতি দাস পরিবার সহ
১২। কবি দীপঙ্কর বেরা
১৩। কবি উদয় চক্রবর্তী
১৪। কবি জয়ন্ত বাগচী
১৫। কবি মুকুল সরকার
১৬। কবি কবীর হুমায়ুন
১৭। কবি সরদার আরিফ উদ্দিন পরিবার সহ
১৮। কবি ফরিদ হাসান
১৯। কবি সুখেন্দু মাইতি
২০। কবি আফরিনা নাজনীন মিলি
২১। কবি যাদব চৌধুরী
২২। কবি স্বপন বিশ্বাস
২৩। কবি মো: মোস্তাফিজুর রহমান পরিবার সহ
২৪। কবি স্বপন দাস পরিবার সহ ।
২৫। কবি সানাউল্লাহ সাগর ।
২৬। কবি মোঃ বুলবুল হোসেন
২৭। কবি মিনু গরেট্টী কোড়াইয়া ।
২৮। কবি রূপক মুখ্যার্জী ।
২৯। কবি সুস্মিতা অধিকারী ।
৩০। কবি সুশীল রায় ।
৩১। কবি মৌমিতা জানা পরিবার সহ।
৩২। কবি সুদীপ মুখার্জি পরিবার সহ।
৩৩। কবি শ্রী সঞ্জয় ঋজু ।
৩৪। কবি অনুরাধা চক্রবর্ত্তী ।
৩৫। কবি স্ংহিতা ।
৩৬। কবি মহঃ সানারুল মোমিন ।
৩৭। কবি আনসারুল ইসলাম ।
৩৮। কবি দিলীপ চ্যাটার্জ্জী ।
৩৯। কবি অভিজিৎ দাস ।
৪০। কবি লতিফুর রহমান প্রামাণিক ।
৪১। কবি ডক্টর মোঃ জাকির হোসেন বিপ্লব ।
৪২। কবি অসিত রায় (রক্তিম) ।
৪৩। কবি শেখ মোঃ খবির উদ্দিন - পরিবার সহ ।
৪৪। কবি পলাশ দেবনাথ ।
৪৫। কবি শ্রী সঞ্জয় কর্মকার ।
৪৬। কবি অবিরুদ্ধ মাহমুদ ।
৪৭। কবি রিঙ্কু রায় (ধ্রুবতারা কবি) ।
৪৮) কবি বিদ্যুৎ বরণ বারিক *।
৪৯) কবি জে আর এ্যাগ্নেস ।
৫০) কবি রুনা লায়লা ।
৫১) কবি আকুল শেখ ।
৫২) কবি সোমদেব চট্টোপাধ্যায় ।
৫৩) কবি আভা সরকার মণ্ডল ।
৫৪) কবি জন্টু দাস।
৫৫) কবি শ্যামল কুন্ডু।
৫৬) কবি মামুনুর রশীদ রাজ।


∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆


এখনও পর্যন্ত যাঁরা প্রতিনিধি ফি ও ফান্ড পাঠিয়েছেন:-
১) কবি শ্রী স্বপন বিশ্বাস ।
২) কবি শ্রী সৌমেন বন্দ্যোপাধ্যায় ।
৩) কবি শ্রী বিভুতি দাস ।
৪) কবি শ্রী মুকুল সরকার।
৫) কবি আর্যতীর্থ ।
৬) কবি রুপক মুখার্জ্জী ।
৭) কবি যাদব চৌধুরী।
৮) কবি চিত্ত রঞ্জন সরকার ।
৯) কবি সুদীপ মুখার্জি ।
১০) কবি মৌমিতা জানা ।
১১) কবি উদয় চক্রবর্ত্তী।
১২) কবি অনুরাধা চক্রবর্তী।
১৩) কবি অভিজিৎ দাস ।
১৪) কবি শ্রী সমীর প্রামানিক।
১৫)
১৬) কবি অসিত রায় (রক্তিম) ।
১৭) কবি  মহঃ  সানারুল মোমিন ।
১৮) কবি আনসারুল ইসলাম ।
১৯) কবি সুখেন্দু মাইতি ।
২০) কবি রিঙ্কু রায় (ধ্রুবতারা কবি)  ।
২১) কবি সঞ্জয় কর্মকার ।
২২) কবি সোমদেব চট্টোপাধ্যায় ।
২৩) কবি আভা মণ্ডল ।
২৪) কবি জন্টু দাস।
২৫) কবি শ্যামল কুন্ডু।
২৬) কবি বিকাশ চন্দ্র দাস ।
২৭)  কবি প্রনব লাল মুজুমদার


এখনও পর্যন্ত যেসকল কবি স্মারক পুস্তিকার জন্য আসরে কবিতা পোষ্ট করেছেন :-
১)  কবি কবীর হুমায়ূন ।
২)  কবি সুদীপ মুখার্জ্জী ।
৩)  কবি অভিজিৎ দাস ।
৪)  কবি পরিতোষ ভৌমিক ।
৫)  কবি  লতিফুর রহমান প্রামাণিক ।
৬)  কবি শ্রী সমীর প্রামানিক ।
৭)  কবি ডক্টর মোঃ জাকির হোসেন বিপ্লব ।
৮)  কবি স্ব্পন বিশ্বাস ।
৯)  কবি মল্লিকা রায় ।
১০) কবি শ্রী বিভুতি দাস ।
১১) কবি শেখ মোঃ খবির উদ্দিন ।
১২) কবি শ্রী যাদব চৌধুরী ।
১৩) কবি অবিরুদ্ধ মাহমুদ ।
১৪) কবি ফরিদ হাসান ।
১৫) কবি চিত্ত রঞ্জন সরকার।
১৬) কবি মোঃ বুলবুল হোসেন ।
১৭) কবি রূপক মুখার্জ্জী ।
১৮) কবি শ্রী সঞ্জয় ঋজু ।
১৯) কবি সরদার আরিফ উদ্দিন ।
২০) কবি রিঙ্কু রায় (ধ্রুবতারা কবি) ।
২১) কবি সৌমেন বন্দ্যোপাধ্যায় ।
২২) কবি মহঃ সানারুল মোমিন ।
২৩) কবি আনসারুল ইসলাম ।
২৪) কবি পলাশ দেবনাথ ।
২৫) কবি অনুরাধা চক্রবর্তী।
২৬) কবি বিদ্যুৎ বরণ বারিক *।
২৭) কবি মুকুল সরকার (নির্মলেন্দু কবি) ।
২৮) কবি হিমেল দত্ত ।
২৯) কবি সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি ।
৩০) কবি গোপাল চন্দ্র সরকার ।
৩১) কবি সৈকত পাল (নীরব দুপুর) ।
৩২) কবি জে আর এ্যাগ্নেস ।
৩৩) কবি বিশ্বজিৎ শাসমল(স্বপ্নচর) ।
৩৪) কবি মিনু গরেট্টী কোড়াইয়া (বৃষ্টিরানী)।
৩৫। কবি স্ংহিতা ।
৩৬) কবি সুখেন্দু মাইতি ।
৩৭) কবি আকুল শেখ ।
৩৮) কবি শম্পা রায় ।
৩৯) কবি সোমদেব চট্টোপাধ্যায় ।
৪০) কবি শ্যামল কুন্ডু ।
৪১) কবি জন্টু দাস।
৪২) কবি অসিত কুমার রায় (রক্তিম) ।
৪৩) কবি বিকাশ চন্দ্র দাস ।
৪৪) কবি প্রনব লাল মুজুমদার ।
৪৫) কবি মামুনুর রশীদ রাজ।


                                              ধন্যবাদান্তে -
                                                    পরিতোষ ভৌমিক ,
                                                   আগরতলা, ত্রিপুরা, ভারত ।