শম্পা তুর নিমের চারা এখন বেশ বড়ো
সবুজ কচি পাতায় ভরা রিষ্ট পুষ্ট আরও,
সতেজ হাওয়ায় দোল খায় শিকড় বাকড় শক্ত
শাখা প্রশাখার বিন্যস্ত'তায় ডাল কান্ড পোক্ত ।
শম্পা তুর নিমের চারা এখন বেশ পরিনত
দু-চারটে বুলবুল টিয়া বসে রোজ নিয়মিত ।
গেল বসন্তে ফুলে ফলে ভরা যৌবনা পয়মন্ত
রোজ দুপুরে অলস বেলার নীরব সাথী বিশ্বস্ত ।
শম্পা তুর নিমের চারা এখন বেশ কথা বলে
গলা ছেড়ে গান গায়, ফাগুনে আগুন জ্বালে ,
যুদ্ধে জয়ী শম্পা তুই শত্রু সতীন মধুমেহ
নিমের আরোগ্য কৌশলে দিলেম প্রেম দিলেম স্নেহ ।