আমার এখন তোমাকে খুব দরকার
তোমার আশীষ তোমার ছোয়া,পুরস্কার
যা কিছু করেছিলেম নিঃস্বার্থ  ভাবে
যা কিছু করেছিলেম সমাজকে ভেবে
ভোগের মাঝেও ত্যাগের নজির যতটা পাবে
নিষ্কলুষ সরল মনের শ্রমের ফসল দেবে,
আছেই তো, নাকি বল ! না পাওয়া কিছু প্রাপ্য
দেওয়ার যদি থাকে তবে দাও এবেলা যা ন্যায্য
আমি যে বড় অসহায়, অব্যবস্থায়  ক্লান্ত
অন্যায়ের কাছে নতমস্তক, লাশেই জীবন্ত।
পাওয়ার দেশে তোমি বড়ই অপ্রাসঙ্গিক
নিঃস্বতে বিরাজ প্রভু বিপদে ভঞ্জন অলীক।