ছকভাঙ্গা আজ পীড়িত জীবন
                ছন্দ হারা দিন পঞ্জী,
বিষন্নতায় ভরা বিশৃঙ্খল মন
                ছন্ন হারা রুটিরুজি ।


প্রকৃতির কাছে নত উন্নত মস্তিষ্ক
                দাম্ভিক মনুষ্য জাতি,
ঈশ্বর লুকায়েছে আর্তের ভিড়ে
                দীন দৈন পূজারতি ।


এক লহমায় স্তব্ধ ভুবন
                উন্নতির বিশ্বায়ন,
শঙ্কিত জাতি, কম্পিত পৃথিবী
                 বিস্তৃতির রসায়ন ।


আতঙ্কের বিশাল কালো ছায়া
                সংক্রমণের কড়াল গ্রাস,
ক্রমশঃ খাচ্ছে গিলে বসুন্ধরা
                ভয়াল "করোনা" ভাইরাস ।


দুর্দম অশুভ শক্তি "করোনা"
                পরাস্ত হউক এবার,
সতর্কতা ঘুচিয়ে দিক
                মৃত্যুর হাহাকার ।


জাগো দেশ জাগো বিশ্ব
                জাগো মানব জাতি,
জীবনের লাগি এ যুদ্ধ
                অস্ত্র' প্রতিরোধ , অবহিতি ।